Current Date:Apr 29, 2025

রোনালদোবিহীন রিয়ালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক : রোনালদো নেই, রামোস নেই। রিয়ালের তারকা খেলোয়াড়দের অনেকেই নেই। তবু লাস পালমাসের সঙ্গে মোটামুটি সহজ জয়ই তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় আজকের ম্যাচে প্রতিপক্ষের মাঠে নিজেদের ঠিকঠাক মেলে ধরতে না পারলেও ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচের ২৬ মিনিটেই গোল পেয়ে যায় রিয়াল। ফরোয়ার্ড গ্যারেথ বেলের প্রথম গোলে ১-০–তে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। বেশ কয়েকটা ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি লাস পালমাস। সেটা যত না রিয়ালের রক্ষণের কড়াকড়িতে, তার চেয়েও বেশি লাস পালমাসের ফিনিশারের অভাবে। ম্যাচের ৩৯ মিনিটে লুকাস ভাসকেসকে ফাউল করাতে পেনাল্টি পেয়ে যায় রিয়াল। বেনজেমা ঠিকমতো বল জালে জড়ালে গোল ব্যবধানে এগিয়ে যায় রিয়াল (২-০)। প্রথমার্ধে এরপর বেশ কিছু ভালো সুযোগ পায় দুই দলই। কিন্তু কাজে লাগাতে পারেনি কেউ।

দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদকে চেপে ধরে লাস পালমাস। কিন্তু কাজের কাজ হয়নি ওই ফিনিশারের অভাবে। উল্টো ফাউলের ফাঁদে পড়ে ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল হজম করে বসে (৩-০)। পেনাল্টিতে নিজের দ্বিতীয় গোল করে দলের কাছে নিজের গুরুত্ব ঠিকই বুঝিয়ে দিলেন বেল। ৬০ এবং ৬৭তম মিনিটে বেনজেমা-ভাসকেসরা সহজ সুযোগ মিস না করলে লাস পালমাসকে আরও দুয়েকটা গোল হজম করতে হতো। ৬৮তম মিনিটে পাল্টা আক্রমণে লাস পালমাসের এরিক গোলমুখে শট নিলেও বারের ওপর দিয়ে বাতাসে ভেসে যায় সেটা। এরপর আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ চললেও গোলসংখ্যা বাড়াতে পারেনি রিয়াল কিংবা গোলখরা কাটাতে পারেনি লাস পালমাস।

ম্যাচ হারলেও লাস পালমাসের নৈপুণ্য ছিল চোখে পড়ার মতো। বল দখলের লড়াইয়েও তারা এগিয়ে ছিল। গোলমুখে দুই দলই ১৭টি করে শট নিয়েছে। তবে ফুটবল গোলের খেলা বলেই হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লাস পালমাসকে।

৩০ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান ধরে রেখেছে জিদান শিষ্যরা। অন্যদিকে ৩০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লাস পালমাসের অবস্থান ১৮ নম্বরে।

Share