Current Date:May 15, 2025

লিগ ওয়ানে পিএসজির হোঁচট

স্পোর্টস ডেস্ক : শুক্রবার লিগ ওয়ানে আমিয়াঁর ঘরের মাঠে ফের হোঁচট খেল পিএসজি। শুরুর দিকে দুইবার এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয়েছে ইতিমধ্যে শিরোপা নিশ্চিত করা ক্লাবটি।

এর আগেও ম্যাচেও ঘরের মাঠে গ্যাঁগোঁর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল উনাই এমেরির দল।

গতকাল ম্যাচের শুরু থেকেই মাঠে বেশ ছন্নছাড়া ছিল প্যারিস ক্লাবটি। তবে ছন্দপতনের মাধ্যমেই শুরু ২৬তম মিনিটে প্রথম এগিয়ে যায় তারা। হাভিয়ের পাস্তোরের পাস ধরে কোনাকুনি শটে বলকে ঠিকানায় পাঠান আগের ম্যাচে জোড়া গোল করা এদিনসন কাভানি।

নিজেদের চাপ কাটিয়ে উঠে ছন্দে ফেরে পিএসজি। এরই মধ্যে প্রথমার্থে আরও দুই বার তাদের সামনে বল জালে পাঠানোর সুযোগ আসে, কিন্তু দুইবারই লক্ষ্য বেধ করতে ব্যর্থ হয় প্যারিস ক্লাবটি।

এরই মাঝেই ৪৭তম মিনিটে গোল খেয়ে বসে অতিথিরা। এতেই আরও চাপে পড়ে যায় পিএসজি। ৬৫তম মিনিটে ফরাসি মিডফিল্ডার ক্রিস্তোফা এনকুঙ্কুর গোলে আবারও এগিয়ে যায় পিএসজি। তবে তার ১৫ মিনিটের মাথায়ই ম্যাচ সমতায় ফেরিয়ে পিএসজির সঙ্গে ড্র করে তারা।

চলতি লিগে ৩৬ ম্যাচে ২৯ জয় ও পাঁচ ড্রয়ে পিএসজির পয়েন্ট ৯২।

Share