Current Date:Nov 28, 2024

শ্রীলঙ্কায় জরুরি অবস্থা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক : বৌদ্ধ-মুসলিম দাঙ্গা ছড়িয়ে পড়ার আশঙ্কায় শ্রীলঙ্কাজুড়ে জারি করা জরুরি অবস্থা রবিবার থেকে প্রত্যাহার করা হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দেন।

এক টুইটার বার্তায় সিরিসেনা বলেছেন, “জননিরাপত্তা পরিস্থিতি বিবেচনার পর গতকাল মধ্যরাত থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করার নির্দেশ দিয়েছি আমি।”

মধ্যাঞ্চলীয় জেলা ক্যান্ডিতে বৌদ্ধ ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে দাঙ্গার ঘটনার পর ৬ মার্চ দেশজুড়ে ১০ দিনব্যাপী জরুরি অবস্থা জারি করেছিলেন তিনি।

গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই দাঙ্গায় দুই জন নিহত এবং মুসলিম মালিকানাধীন শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও ২০টিরও বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত হয়।

Share