Current Date:May 10, 2025

সংসার ভেঙে গেল মিমের

বিনোদন ডেস্ক : বিয়ের দুই বছরের মাথায় সংসার ভাঙল লাক্সচ্যানেল আই তারকা নাদিয়া আফরিন মিমের। গত মে মাসের শেষদিকে স্বামী সাফায়াত আলীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে বলে জানিয়েছেন মিম।
তিনি বলেন, দীর্ঘদিনের বন্ধুত্বের পর বিয়ে করেছিলাম আমরা। বলতে গেলে, আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা ছিল না। কিছু কারণে দু’জন মিলে ব্রেকআপের সিদ্ধান্ত নিয়েছি।

২০১৬ সালের ২৮ এপ্রিল অনেকটা গোপনেই বিয়ে করেন সাফায়াত-মিম। শুরুতে বিয়ের খবর গোপন রাখলেও কিছু দিন পর সংবাদমাধ্যমে খবরটা জানান মিম।

২০১৪ সালের ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন মিম। এরপর বেশ কিছু নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। সাফায়াত আলী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা।

Share