Current Date:May 14, 2025

সমালোচনার জবাব দিলেন ইমাম

স্পোর্টস ডেস্ক : ইউরোপ সফরে তাকে দলে রাখায় যেন ক্ষোভে ফুঁসে উঠেছিল পাকিস্তানের ক্রিকেট মহল। ইমাম-উল-হকের সমস্যাটা হচ্ছে তিনি পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হকের ভাতিজা।

দলে রাখার পর থেকেই একের পর এক সমালোচনার তীর ধেয়ে আসলেও সেটার উত্তর ব্যাটে হাতেই দিলেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে কেন্টাবুরিতে গা গরমের ম্যাচে কাউন্টি দল কেন্টের বিপক্ষে মাঠে নেমেছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাটিং নেয়া সফরকারীরা ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল শুরু থেকেই।
পাকিস্তানের ১৬৮ রানের ইনিংসে আট ব্যাটসম্যানই টপকাতে পারেনি বিশ রান। শেষ দিকে হাসান আলীর ব্যাটে আসে ২৪ রান। এর আগে একের পর এক উইকেট ভাঙতে থাকা দলটির এক পাশ আগলে রাখেন তরুণ ইমাম।

১১১ বল খেলে করেন ৬১ রান। ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। আগামী ১১ মে টেস্টে অভিষেক হচ্ছে আয়ারল্যান্ডের। ঐতিহাসিক এই ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তান। তাঁর আগে আছে নর্থহ্যাম্পশায়ারের সাথে আছে আরও একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচেই অভিষেক হবার কথা রয়েছে বাম-হাতি ইমামের।

Share