Current Date:Sep 29, 2024

সাকিবের ঝুলিতে ৩০০ উইকেট

স্পোর্টস ডেস্ক : সাকিব মানেই নতুন কিছু, সাকিব মানেই নতুন রেকর্ড। চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসর। বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক এবারের আসরে খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। এর আগে টানা ৭ বছর খেলেছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স থেকে।

চলতি আসর শুরুর আগে সাকিবের ঝুলিতে ছিল টি-টোয়েন্টি ক্রিকেটের ২৯৪টি উইকেট।
হায়দরাবাদের হয়ে ইতোমধ্যে খেলে ফেলেছেন ৫টি ম্যাচ। প্রথম তিন ম্যাচে সাকিব পেয়েছিলেন ৫ উইকেট। তবে পর পর দুই ম্যাচে উইকেট শূন্য ছিলেন।

রোববার মুম্বাইয়ের ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলতে নেমে এক উইকেট নিয়ে ৩০০ উইকেট পূর্ণ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

জাতীয় দলের জার্সি ও ফ্র্যাঞ্চাইজি টোয়েন্টি লিগে এখন পর্যন্ত খেলেছেন মোট ২৫৯ ম্যাচ। বোলিং করেছেন ২৫১ ইনিংসে। নিজের ২৬০তম ম্যাচে এই মাইল ফলক ছুঁলেন বাম-হাতি এই তারকা।

মাইলফলকটি ভাগ বসিয়েছে পাকিস্তানের কিংবদন্তি শহীদ আফ্রিদির সঙ্গে। ২৭৪ ম্যাচে ৩০০ উইকেট নিয়ে চার নম্বরে ছিল এই স্পিন অলরাউন্ডার। ৩৭৮ ম্যাচে ৪১৪ উইকেট নিয়ে সবার উপরে আছেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। দ্বিতীয় স্থান লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার দখলে। তার ঝুলিতে আছে ২৫৬ ম্যাচে ৩৪৮ উইকেট।

অন্যদিকে তিন নম্বরে আরেক ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারাইন। ২৭৬ ম্যাচ খেলে ডান-হাতি এই স্পিনার তুলে নিয়েছেন মোট ৩২৪ টি উইকেট।

উল্লেখ্য, সাকিব আর দুই উইকেট পেলে আইপিএলে তার উইকেট সংখ্যা হবে ৫০।

Share