স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ব্যাটিংয়ের শুরুতেই নিজের নামের পাশে কোন রান যোগ না করে ফিরে গেছেন আনামুল হক। ইনিংসের দ্বিতীয় ওভারে হোল্ডারের তৃতীয় বলে শূন্য রানে স্লিপে ক্যাচ দেন তিনি। দলের রান তখন মোটে এক। তার পর ব্যাটে আছেন সাকিব আল হাসান। এছাড়া ওপেনার তামিম ইকবাল আছেন ক্রিজে। খুব ধীরে শুরু করেন তা দু’জন।
এরপর ম্যাচ ৪.৪ ওভার হওয়ার পর গায়ানায় বৃষ্টি নামে। বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ ছিল। বাংলাদেশ তখন ১ উইকেট হারিয়ে ১০ রানে ব্যাট করছিল। বৃষ্টির পরে ব্যাট হাতে আবার মাঠে নেমেছেন সাকিব-তামিম। তাদের দু’জনের ব্যাটে ১৬ ওভারের মাথায় ৫০ রানের ঘরে পৌছায় বাংলাদেশ। তাদের জুঁটিও ৫০ রানে পৌছায়। তামিম ৫২ বলে ২৭ রান করে ব্যাট করছেন। আর সাকিব ব্যাটে আছেন ৪১ বলে ১৯ রান করে।
বাংলাদেশ দলে এই ম্যাচে ইনজুরি কাটিয়ে ফিরছেন বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান। আইপিএল থেকে ইনজুরি নিয়ে ফেরা মুস্তাফিজ আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজ খেলতে পারেননি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও ছিলেন না তিনি।
ওদিকে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরেছেন আন্দে রাসেল। দীর্ঘ প্রায় তিন বছর পরে আবার ওয়েস্ট ইন্ডিজের জার্সি পরে নামছেন তিনি। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলে তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে খেলবেন আনামুল হক। প্রস্তুতি ম্যাচে অর্ধ শতকের দারুণ এক ইনিংস খেললেও দলে জায়গা হয়নি লিটস দাসের। তার বদলে দুইয়ে ব্যাট করতে দেখা যাবে সাব্বির রহমানকে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, আনামুল হক, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক, মেহেদী মিরাজ, মাশরাফি মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, ইভান লু্ইস, শাই হোপ (উইকেটরক্ষক), জেসন মোহাম্মদ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রোভম্যান পাউয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্র বিশু, আসলি নার্স, আলজারি জোসেপ।