Current Date:May 7, 2025

সেভিয়াকে উড়িয়ে বার্সার ঘরে শিরোপা

স্পোর্টস ডেস্ক : লুইস সুয়ারেজের জোড়া, লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা ও ফিলিপে কৌতিনহোর গোলে ফাইনালে ৫-০ ব্যবধানে সেভিয়াকে এবার বিধ্বস্ত করে টানা চতুর্থবারের মতো কোপা দেল রে শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। ২০১৬ সালে একই মাঠে শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়েছিল বার্সা-সেভিয়া। সেবার ২-০ গোলে জয় পেয়েছিল বার্সেলোনা।

শনিবার রাতে ১৪ মিনিটেই দলকে এগিয়ে নেয় সুয়ারেজ। কৌতিনহোর বাড়ানো বলে জাল খুঁজে নেন উরুগুয়ে তারকা। ৩১ মিনিটে জর্ডি আলবার সহযোগিতায় ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

ম্যাচের ৪০ মিনিটে মেসির ক্রসে নিজের দ্বিতীয় গোলটি করেন সুয়ারেজ। তাতে ৩-০ নিয়ে বিরতিতে যায় কাতালানরা।

দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে উৎসবে যোগ দেন ইনিয়েস্তা। মেসির সঙ্গে বল দেওয়া নেওয়ার মাঝে ক্ষিপ্র গতিতে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে দলের চতুর্থ গোলটি করেন স্প্যানিশ এই মিডফিল্ডার।

৬৯তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়িয়ে সব অনিশ্চয়তার ইতি টেনে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কৌতিনিয়ো। ডি-বক্সের মধ্যে ফরাসি ডিফেন্ডার ক্লেম লংলের হাতে বল লাগলে পেনাল্টিটি পায় বার্সেলোনা। পরে তাকেই স্পট কিকের সুযোগ দেন মেসিরা।

Share