নিজস্ব প্রতিবেদক:
দেশের সর্ববৃহৎ রাস্ট্রায়ত্ত্ব বানিজ্যিক ব্যাংক সোনালী ব্যাংক লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান আগামী দুই বছরের (২০২২-২০২৩) জন্য ইন্ড্রাষ্ট্রিয়াল এন্ড ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানী (আইআইডিএফসি) লিমিটেড এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এর আগে তিনি একই কোম্পানীর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। আইআইডিএফসির পরিচালনা পর্ষদ একই সাথে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, সৈয়দ মোঃ মাহবুবুর রহমানকে ভাইস-চেয়ারম্যান এবং ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেনকে ইসি কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেছেন । গত দুই দশক ধরে দেশের ব্যাংকিং খাতের অনুকরনীয় ব্যক্তিত্ব মোঃ আতাউর রহমান প্রধান এর আগে দেশের রাস্ট্রায়ত্ত রূপালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও এবং বিশেষায়িত ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন । ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মোঃ আতাউর রহমান প্রধান আইসিবি, পদ্মা ব্যাংক লিমিটেড এবং সিডিবিএলের একজন বোর্ড সদস্য । তিনি এসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি), এবং ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি) এর ভাইস চেয়ারম্যান । এছাড়াও তিনি বাংলাদেশ ফরেন এক্রচেঞ্জ ডিলারস এসোসিয়েশন (বাফেদা) এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের (পিডিবিএল) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ।
Lead Newsঅর্থনীতি
সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধান আইআইডিএফসি’র চেয়ারম্যান নির্বাচিত
পিপল নিউস 24Dec 30, 202148
Share