নিজস্ব প্রতিবেদক : স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যাংকিং সেবাকে অধিক গ্রাহকবান্ধব করার লক্ষে সোনালী ব্যাংক পিএলসির কাস্টম হাউস শাখা, ঢাকাকে আধুনিকায়ন করে মডেল শাখা হিসেবে ঘোষণা করা হয়েছে। ০৪ ফেব্রুয়ারি, রবিবার কাস্টম হাউস শাখা, ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্যাংকের সিইও এন্ড ম্যানেজিং
ডিরেক্টর মোঃ আফজাল করিম এ শাখা আধুনিকায়নের উদ্বোধন করেন এবং মডেল শাখা হিসেবে ঘোষণা দেন।
সোনালী ব্যাংক পিএলসি, জেনারেল ম্যানেজার’স অফিস, ঢাকা নর্থের জেনারেল ম্যানেজার মোঃ আরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম হাউস ঢাকার কমিশনার অব কাস্টম একেএম নুরুল হুদা আজাদ ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। কাস্টম হাউস শাখার ম্যানেজার নাজমুল হাসান আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, গ্রাহক ও বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।