নিজস্ব প্রতিবেদক:
সোনালী ব্যাংক লিমিটেড ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন Urban Resilience Project এর আওতায় Electronic Construction Permitting System (ECPS) এর বিবিধ ফি-চার্জ সোনালী ব্যাংক লিমিটেড এর নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর মাধ্যমে অনলাইনে আদায়করণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বুধবার (১ জুন) সোনালী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আতাউর রহমান প্রধান এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এর পক্ষে চেয়ারম্যান (সচিব) এ.বি.এম আমিন উল্লাহ নুরী স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজউকের আরবান রিসাইলেন্স প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর আবদুল লতিফ হেলালী, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ মুরশেদুল কবীর, নিরঞ্জন চন্দ্র দেবনাথ, মো. মজিবর রহমান ও সঞ্চিয়া বিনতে আলী ও মো. কামরুজ্জামান খান, রাজউকের পরিচালক ( অর্থ ও হিসাব) মো. আবু কাউসার মল্লিক, সিনিয়র সিস্টেম এনালিস্ট কাজী মোহাম্মদ মাহবুবুল হক, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দ সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাগণ। এ চুক্তির ফলে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন Urban Resilience Project এর আওতায় Electronic Construction Permitting System (ECPS) এর মাধ্যমে বাড়ি-ভবন নির্মাণের লক্ষ্যে রাজউকের অনুমতি, প্ল্যান, নকশাসহ অন্যান্য বিষয়ে নাগরিকগণ অনলাইনে আবেদন করতে পারবেন। উক্ত অনলাইন আবেদনের বিপরীতে রাজউক কর্তৃক নির্ধারিত বিবিধ ফি/চার্জ সোনালী ব্যাংক লিমিটেড এর নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ এর মাধ্যমে নাগরিকগণ ঘরে বসেই তাৎক্ষণিক পরিশোধ করতে পারবেন এবং তার আবেদন সম্পন্ন করতে সক্ষম হবে। ফলে রাজউক সমীপে আবেদন পরবর্তী নাগরিকদের ব্যাংকে এসে লাইনে দাঁড়িয়ে টাকা জমা করার প্রয়োজন হবে না এবং দ্রুততার সাথে সেবা নিশ্চিত করা যাবে। উক্ত অনলাইন সেবার আওতায় নাগরিকগণ সোনালী ব্যাংকের একাউন্ট, সোনালী ই-ওয়ালেট, সোনালী ব্যাংক সহ যে কোন ব্যাংকের ডেবিট, ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টার, এমেক্স, নেক্সাস), মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট, নগদ, ইত্যাদি) এর মাধ্যমে ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।