Current Date:Sep 24, 2024

সৌদি বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের বিমানবন্দরগুলোর নিরাপত্তা রক্ষার দায়িত্ব হয়েছে ইসরায়েলি এক প্রতিষ্ঠানকে। সৌদি বাদশাহর নতুন এক ফরমান অনুযায়ী ইসরায়েলি কোম্পানি জিফোরএস এর হাতে বিমানবন্দরগুলোর নিরাপত্তার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। খবর পার্সটুডের।

বিশ্লেষকরা বলছে, ইরানকে মোকাবেলা করতেই মূলত রিয়াদ এ ধরনের পদক্ষেপ নিয়েছে। ওই অঞ্চলে তেহরান ক্রমেই নিজের শক্ত অবস্থান তৈরি করছে যা ইসরায়েল ও সৌদি আরবের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

তবে কাতারের দৈনিক আশ শারকুল আওসাত কিন্তু ভিন্ন কথা বলছে। তারা জানাচ্ছে, দুর্নীতির দায়ে অভিযুক্ত অন্য যুবরাজরা যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সৌদি বাদশাহ এ পদক্ষেপ নিয়ে থাকতে পারেন।

তবে ঘটনা যাইহোক না কেন, সৌদি আরবে ক্ষমতার যে দ্বন্দ্ব চলছে তার কারণে সৌদি বাদশাহ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পদক্ষেপ নিয়েছেন। এমনকি সৌদি ও ইসরায়েলি কর্মকর্তারা গোপনে মিলিত হচ্ছেন। কিন্তু অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করে কোনো আরব সরকারের নিরাপত্তা বাড়েনি বরং ওই সরকারের পতন ঘটেছে। এক্ষেত্রে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক উদাহরণ হয়ে আছেন।

Share