Current Date:Oct 11, 2024

হত্যার হুমকির তালিকায় পাকিস্তানের প্রথম শ্রেণীর নেতারা

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন নির্বাচনের আগে পাকিস্তানে প্রথম সারির নেতাদের ওপর বড় ধরনের হামলার ছক কষেছে জঙ্গিরা। এমনটাই জানাচ্ছে পাকিস্তানের ‘ন্যাশনাল কাউন্টার টেরোরিজম অথরিটি’ (এনএসিটিপি)। তারা জানায় নির্বাচনী প্রচারণাকালে যে কোন সময় প্রথম সারির নেতারা হামলার শিকার হতে পারেন।

এনএসিটিপি ইতিমধ্যে পাকিস্তান সিনেটে এ হামলার আশংকার কথা জানিয়েছে। আসছে ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন হওয়ার কথা।

পাকিস্তান ‘তেহরিক-ই-ইনসাফ’ দলের প্রধান ইমরান খান ছাড়াও এ তালিকায় আছেন ‘আওয়ামি ন্যাশনাল পার্টি’র প্রধান আফসান্দার ওয়ালি, ‘কুয়ামি ওয়াতান পার্টি’র আফতাব আহমেদ খান, ‘জামায়েত উলেমা-ই- ইসলামে’র এর নেতা আকরাম দূরানি এবং ‘এএনপি’ এর নেতা আমির হায়দার হতি।

এছাড়া এ তালিকায় আছেন পাকিস্তানের সন্ত্রাসী সংগঠন ‘লস্কর-ই-তৈয়বা’র প্রতিষ্ঠাতা হাফিজ সাঈদের পুত্র তালহা সাঈদ। তিনি ‘আল্লাহ আকবর’ পার্টি থেকে এবার নির্বাচন করছেন।

পাকিস্তানের প্রথম সারির সংবাদসংস্থা ‘ডন’ এর সংবাদ অনুযায়ী, এনএসিটিপি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়কে হামলার তালিকায় থাকা ব্যক্তিদের নিরাপত্তা জোরদার করতে অনুরোধ জানিয়েছেন।

Share