Current Date:Oct 5, 2024

হাতিয়ায় অস্ত্রসহ তিন ডাকাত আটক

অনলাইন ডেস্ক : নোয়াখালীর হাতিয়া কোস্টগার্ড বাহিনী সোমবার সকালে স্থানীয় জাগলার চরে অভিযান চালিয়ে তিন ডাকাতকে আটক করেছে। এসময় তাদের কাছে থাকা দুইটি রাইফেল, ছয়টি কার্তুজ, একটি রাম দা, দুইটি ছোট দা, দুইটি ছুরি ও চারটি মোবাইল ফোন আটক করে।

আটককৃত ডাকাতরা হলো- জামাল (৩৭), ইউসুফ (২৬) আহসান উল্লাহ (২৫)।

হাতিয়া কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার হামিদুল ইসলাম জানান, জলদস্যু প্রধান আলাউদ্দিন বাহিনী ও তার সদস্যরা নদীতে জেলেদের নৌকায় চাঁদা দাবি করে আসছে। রোববার সন্ধ্যায় চাঁদা না দিতে পারায় নৌকায় হামলা করে জাল ও মালামাল লুট করে নিয়ে যায়। এমন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর ৪টায় স্থানীয় জাগলার চরে আলাউদ্দিন বাহিনীর গোপন আস্তানায় অভিযান চালায়। অভিযানে জলদস্যু প্রধান আলাউদ্দিন বাহিনী পালিয়ে যেতে সক্ষম হলেও অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করে। তাদেরকে হাতিয়া থানা সোপর্দ করা হবে বলে তিনি জানান।

Share