Current Date:Nov 26, 2024

হারের বৃত্ত থেকে বের হতে আজ মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দেশ ছাড়ার আগে বিমানবন্দরেই টাইগার দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ বলে গেছেন, ঘরের মাঠে সিরিজ হারের কষ্ট ভুলে যাবো শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফি জিতে। রিয়াদের এই প্রত্যাশা যেনো প্রাপ্তিতে রুপ নেয়, সেই স্বপ্ন নিয়ে বৃহস্পতিবার নিদাহাস টি-টোয়েন্টি ট্রফিতে তারুণ্য নির্ভর ভারতের বিরুদ্ধে মোকাবিলায় নামবে বাংলাদেশের ওরা ১১ জন। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় খেলা শুরু হবে। টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের বিরুদ্ধে জয়ের ইতিহাস নেই বাংলাদেশের। এ পর্যন্ত পাঁচবার সাক্ষাত হয়েছে দুই দলের। ঢাকার মাঠে তিনবার, ভারত ও ইংল্যান্ডের মাঠে একবার করে। প্রতিবারই হেরেছে লাল-সবুজের দল।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে ভারত হেরে যাওয়ায় রিয়াদবাহিনীও জয়ের স্বপ্ন দেখছে। ভারতের বিরুদ্ধে পরাজয়ের বৃত্ত থেকে বের হতে সেরাটাই খেলবে বাংলাদেশ। আজ সাংবাদিকদের জানিয়েছেন রিয়াদ নিজেই। ভারতের বিরুদ্ধে লঙ্কানরা জিতলেও বাংলাদেশ কেমন পারফরম করবে, তা দেখার অপেক্ষায় প্রহর গুণছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা। ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, বাংলাদেশ দলের অধিনায়ক রিয়াদ ভারতের বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। ভারতের অধিনায়ক রোহিত শর্মাও বাংলাদেশকে হারিয়ে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে ক্রিকেটের ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ জানিয়েছে, প্রথম ম্যাচে লঙ্কানদের কাছে হেরে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে স্বাভাবিকভাবেই জয়ে পেতে মরিয়া থাকবে ভারত। অন্যদিকে বাংলাদেশের সাম্প্রতিক সময়টা ভালো কাটছে না। তাই শ্রীলঙ্কায় ভালো সময়ের খোঁজে টাইগাররা। তাদের প্রেরণা গত বছরের শ্রীলঙ্কা সফর। যেখানে দারুণ সময় পার করে বাংলাদেশ।

নিদাহাস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামার আগে শ্রীলঙ্কা প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জয়ের তাজা স্মৃতি মাহমুদউল্লাহ রিয়াদের দলের। তবে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে জয়ের ইতিহাস নেই বাংলাদেশের। তারপরও বাংলাদেশ-ভারত লড়াই মানেই উত্তেজনা। তবে বৃহস্পতিবার মাঠে তার ছাপ থাকবে কি? দুই দলের লড়াই কেমন হবে, তা সময়ই বলবে।

Share