Current Date:Nov 27, 2024

হাসপাতালের বেড থেকে ইরফান খানের মর্মস্পর্শী চিঠি

বিনোদন ডেস্ক : চলতি বছরের মার্চে টুইটারে নিজের ‘বিরল রোগে’ আক্রান্ত হওয়ার খবর জানিয়েছিলেন বলিউডের তারকা অভিনেতা ইরফান খান। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত ভ্ক্ত-শুভাকাঙ্খিরা। বর্তমানে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

এর প্রায় তিন মাস পর আবারও একটি টুইট করে রোগের সঙ্গে নিজের লড়াই সম্পর্কে সবাইকে জানালেন ইরফান৷ হাসপাতালের বেড থেকেই টুইটারে এক মর্মস্পর্শী চিঠি লিখে নিজের বর্তমান অবস্থা জানালেন তিনি। খবর কলকাতা টোয়েন্টিফোরের।

ইরফান লিখেছেন, আমি হাসপাতালের যে ঘরটিতে ভর্তি রয়েছি, সেখানে একটা ব্যালকনি আছে৷ যেটি দিয়ে আমি প্রতিদিন বাইরের পৃথিবীটা দেখি৷ রাস্তার এক পাশে আমার হাসপাতাল৷ আমার ঘরের ঠিক পাশেই কোমা ওয়ার্ড৷ অন্যদিকে লর্ডস স্টেডিয়াম… সেখানে রয়েছে ভিভ রিচার্ডসের হাসিতে ভরা পোস্টার৷ …প্রথমবার বুঝতে পারছি স্বাধীনতার অর্থ কি৷

তিনি আরও লিখেছেন, আমি অসুস্থ জানার পর অনেকেই আমার জন্য প্রার্থনা করছেন৷ তাদের মধ্যে অনেকে আমাকে চেনেনও না৷ কিন্তু সকলের প্রার্থনা– জীবনদায়ী শক্তি হয়ে আমার স্পাইনাল কর্ডের মাধ্যমে ভিতরে প্রবেশ করে মস্তিষ্কে পৌঁছে যাচ্ছে৷ জীবনকে খুব কাছের থেকে অনুভব করতে পারছি৷

তবে ইরফান খানের অসুস্থতা নিয়ে যখন সবাই চিন্তিত, তখন পরিচালক সুজিত সরকার দিলেন ভালো খবর। সম্প্রতি এই পরিচালক জানান, চিকিৎসায় ইরফান সাড়া দিচ্ছেন। আগামী মাসেই ইরফানকে দেখতে দেশ ছাড়বেন তিনি।

Share