Current Date:Apr 23, 2025

২৪ ঘণ্টায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

রমজানের মধ্যেই গাজায় প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় প্রায় ১০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় অব্যাহত বোমা হামলার পাশাপাশি পশ্চিম তীরে অভিযান পরিচালনা করছে দখলদার বাহিনী। এতে হতাহতের পাশাপাশি বহু ফিলিস্তিনিকে গ্রেফতার করা হচ্ছে।

লেবনানেও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সবশেষ হামলায় হিজবুল্লাহর দুই সদস্য নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৩১ হাজার ২৭২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৭৩ হাজার ২৪ জন।

এদিকে হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অথবা জিম্মি মুক্তির ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের অজুহাতে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।

Share