Current Date:Apr 25, 2025

অসুস্থ হয়ে পড়লেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া নাকি অসুস্থ? ভাইরাল জ্বরে আক্রান্ত তিনি। অসুস্থ হয়ে দেশের বাইরেই রয়েছেন পিগি। তবে শরীর খারাপ হওয়ার পর পরই সমস্ত কাজ একপাশে সরিয়ে রেখে মায়ের সঙ্গে সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। যতদিন না পর্যন্ত সুস্থ হচ্ছেন, ততদিন প্রিয়াঙ্কা বাড়িতেই থাকবেন বলে জানা যাচ্ছে।

‘কোয়ান্টিকো’-র শুটিং বন্ধ রেখে আপাতত মায়ের সঙ্গেই সময় কাটাচ্ছেন প্রিয়াঙ্কা। মায়ের সঙ্গে সময় কাটানোর সেই ছবি ইতিমধ্যেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। বলিউড অভিনেত্রীর অসুস্থতার খবর জানার পর থেকেই উদ্বিগ্ন হয়ে পড়েছেন তাঁর ভক্তরা। তবে আপাতত ভাল আছেন বলেও ভক্তদের আশ্বস্ত করেছেন প্রিয়াঙ্কা।

এদিকে হলিউড যাত্রা শেষ করে এবার বলিউডে ফেরার তোড়জোড় শুরু করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, সলমন খানের ‘ভরত’-এ নাকি দেখা যাবে তাঁকে। মুঝসে শাদি কারোগি সহ বেশ কয়েকটি সিনেমার পর, প্রায় ১০ বছর পর সলমনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। জিনিউজ

Share