Current Date:Apr 20, 2025

অস্কারে সেরা ছবি ‘দ্যা শেপ অব ওয়াটার’

৯০তম অস্কারে শ্রেষ্ঠ ছবি পুরস্কার পেয়েছে ‘দ্য শেপ অব ওয়াটার’। পরিচালক গিয়েরমো দেল তোরো তার ছবির শিল্পীদের নিয়ে মঞ্চে আসেন। তাদের হাতে পুরস্কার তুলে দেন ওয়ারেন বিটি ও ফে ডানঅ্যাওয়ে।

এবারে অস্কারে ১৩টি বিভাগে মনোনয়ন পায় ‘দ্য শেপ অব ওয়াটার’। ছবিটি অস্কারে সর্বোচ্চ চারটি বিভাগে পুরস্কার জিতেছে। সেরা ছবি, সেরা পরিচালক, অরিজিন্যাল স্কোর ও প্রোডাকশন ডিজাইন বিভাগ ।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে বাংলাদেশ সময় আজ ৫ মার্চ ভোরে বসেছে ৯০তম একাডেমি অ্যাওয়ার্ডের আসর। বিশ্বের ২২৫টিরও বেশি দেশে এই আয়োজন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে সরাসরি সমপ্রচার করা হচ্ছে।

Share