Current Date:Sep 25, 2024

অস্ট্রেলিয়ান কোচ ড্যারেন লেম্যানের পদত্যাগের ঘোষণা

স্পোর্টস ডেস্ক : একের পর এক ধাক্কা অস্ট্রেলিয়া ক্রিকেটের গায়ে। এবার কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ড্যারেন লেম্যান। বৃহস্পতিবার জোহানেসবার্গের সংবাদ সম্মেলনে আচমকা পদত্যাগের ঘোষণা দিয়েছেন সাবেক এই অলরাউন্ডার।

বল টেম্পারিংয়ের ঘটনায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন লেম্যান। তাই কোনও শাস্তির মুখোমুখি হতে হয়নি তাকে। এমনকি বুধবার নিশ্চিতও করেছিলেন পদত্যাগ করছেন না তিনি। কিন্তু বৃহস্পতিবার ক্যামেরন ব্যানক্রফট ও স্টিভেন স্মিথের কান্নাভেজা সংবাদ সম্মেলনের পর প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কাল (শুক্রবার) থেকে শুরু হওয়া জোহানেসবার্গ টেস্টটি অস্ট্রেলিয়ার কোচ হিসেবে লেম্যানের শেষ ম্যাচ।

৪৮ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার তদন্তে নির্দোষ প্রমাণিত হলেও অস্ট্রেলিয়ার ক্রিকেটে নতুন কারও দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। আর সেই কারণেই তার এই সিদ্ধান্ত, ‘আপনাদের সবাইকে জানাতে চাই অস্ট্রেলিয়ার প্রধান কোচ হিসেবে এটাই আমার শেষ টেস্ট। এরপর আমি সরে দাঁড়াব। স্টিভেন স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের সংবাদ সম্মেলন দেখার পর আমার মনে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট নতুন কারও হাতে এগিয়ে যাওয়া দরকার।’

কেপ টাউনের বল টেম্পারিংয়ের ঘটনায় তার জড়িত না থাকার বিষয়টি স্পষ্ট হওয়ার পরও লেম্যানের পরিবারকে নানা রকম বাজে কথা শুনতে হচ্ছে। তাই এখনই দায়িত্ব ছাড়ার সঠিক সময় মনে করেছেন তিনি, ‘স্টিভের জন্য খুব খারাপ লেগেছে। মিডিয়ার সামনে কেঁদে ফেলেছে ও, যা সব খেলোয়াড়কে ভীষণ আঘাত করেছে। ভালো মানুষই ভুল করে।’ সঙ্গে যোগ করেছেন, ‘গত কয়েকদিনে আমার পরিবার ও আমাকে অনেক গালাগালি শুনতে হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করার পর মনে হয়েছে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।’

বুধবার সংবাদমাধ্যমকে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছিলেন তিনি। হঠাৎ একদিন পরই এমন সিদ্ধান্ত কেন? তার ব্যাখ্যাও দিয়েছেন লেম্যান, ‘গতকাল সংবাদমাধ্যমকে বলেছিলাম আমি পদত্যাগ করছি না। তবে স্টিভ ও ক্যামেরনকে দেখার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’ ক্রিকেট ডটকম

Share