Current Date:May 2, 2025

আজ একটি গোপন কথা জানাব : সানিয়া মির্জা

নিউজ ডেস্ক : ভারতীয় টেনিসের গ্ল্যামার গার্ল সানিয়া মির্জার সন্তানের পদবি হবে ‘মির্জা মালিক’। সম্প্রতি সানিয়া মির্জা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, স্বামী শোয়েব মালিকের ইচ্ছা তাদের কন্যাসন্তান হবে। তার এই মন্তব্যের পরই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি সন্তানসম্ভবা সানিয়া?

তবে এমন ভাবার কোনও কারণ নেই। পানাজিতে অনুষ্ঠিত গোয়া ফেস্টে ‘জেন্ডার বায়াস’ নিয়ে একটি আলোচনা সভায় সানিয়া মির্জা বলেন, “আজ আমি আপনাদের একটি গোপন কথা জানাব… আমি এবং আমার স্বামী (শোয়েব মালিক) এই বিষয়টা নিয়ে কথাও বলেছি এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, যে যখন আমাদের সন্তান হবে তখন তার পদবি শুধু মালিক নয়, হবে ‘মির্জা মালিক’। এভাবেই আমরা একটা পরিবার হয়ে থাকতে পারব গোটা জীবন। ও (শোয়েব মালিক) অবশ্য কন্যাসন্তান চায়।”

Share