Current Date:Oct 3, 2024

আজ সাকিবের সামনে তৃতীয় আইপিএল শিরোপার হাতছানি

স্পোর্টস ডেস্ক : তৃতীয় আইপিএল শিরোপা জয় থেকে মাত্র একধাপ দূরে দাঁড়িয়ে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার। আগে দুইবার কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জিতেছিলেন। এবার কলকাতাকে গুঁড়িয়ে দিয়ে সানরাইজার্স উঠেছে ফাইনালে। এতে অল-রাউন্ড অবদান রেখেছেন সাকিব। আজ রবিবার ওয়াংখেরে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কেন উইলিয়ামসনের দল। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।

মহেন্দ্র সিংহ ধোনি এবং রশিদ খান। দুই ক্রিকেট প্রজন্মের দুই তারকার লড়াই এবারের আইপিএল ফাইনালের বড় শো হতে যাচ্ছে। দুই বছর নির্বাসনে থাকার পরে আইপিএলে প্রত্যাবর্তন ঘটেছে চেন্নাইয়ের। দুর্দান্ত ফর্মে থাকা ধোনির হাত ধরে উঠেছে ফাইনালেও। আর খেলা হবে সেই ওয়াংখেড়েতে, যেখানে ৭ বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালে ছক্কা মেরে ভারতকে দ্বিতীয়বার বিশ্বকাপ এনে দিয়েছিলেন ধোনি।

তবে আজকের ম্যাচে চেন্নাইয়ের প্রধান দুশ্চিন্তা কারণ হয়ে দাঁড়াবে দুই স্পিনার রশিদ খান আর সাকিব আল হাসান। সর্বশেষ ম্যাচে রশিদ তিন বিভাগে অল-রাউন্ড পারফর্ম দেখিয়ে কলকাতাকে উড়িয়ে দিয়েছেন। অল-রাউন্ড পারফর্ম করেছেন সাকিবও। এই দুজনকে সামলানো নিয়েই চিন্তা করতে হবে চেন্নাইকে। সেই সঙ্গে ধারাবাহিকতার প্রতিশব্দ হয়ে ওঠা সানরাইজার্স অধিনায়ক কেন উইলিয়ামসনকে থামানো তাদের অন্যতম লক্ষ্য। তাছাড়া তৃতীয়বারের মতো ফাইনাল খেলতে নামা সাকিব কখনো আইপিএলের ফাইনালে হারেননি! রেকর্ডটা অক্ষত থাকবে তো?

Share