Current Date:Nov 28, 2024

ইসলাম জার্মানির অংশ : জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির সঙ্গে ইসলামের সম্পর্ক নেই, জার্মান স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের পর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বলেছেন, ইসলাম জার্মানির অংশ।

এর আগে শুক্রবার জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘জার্মানির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই’। সে সে মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা বক্তব্য দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল।

শুক্রবার সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফানে লোফভেনের সঙ্গে বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মেরকেল।

মেরকেল বলেছেন, ‘অবশ্যই জার্মানি আর ইসলাম পরস্পর সম্পর্কিত। খ্রিস্টধর্ম বা ইহুদি ধর্মের মতো ইসলাম এই দেশেরই অংশ।’

মেরকেল আরও বলেন, ‘আমাদের দেশের বেশির ভাগজুড়ে খ্রিস্টধর্মের উপস্থিতি। ইহুদি ধর্মও আমাদের ইতিহাস ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আর এখন ৪০ লাখের বেশি মুসলিম এখানে বাস করছেন, তাদের ধর্ম পালন করছেন। মুসলিমরা এই দেশের মানুষ। তাদের ধর্ম ইসলামও এই দেশের সঙ্গেই সম্পর্কিত।’

Share