Current Date:Apr 21, 2025

ঈশ্বরদীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডেস্ক রিপোর্ট : ঈশ্বরদীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ সকাল সাতটার দিকে পাবনা-নাটোর মহাসড়কের সড়ইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকর চালকের নাম নজরুল ইসলাম (৪০)। তার বাড়ি টা্ঙ্গাইল জেলার মির্জাপুরে।

জানা গেছে, দুর্ঘটনায় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক নজরুল মারা যান।

ঈশ্বরদী হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় গুরুতর আহত দুইজনকে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি ঘটলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন, কুষ্টিয়ার মীরপুরের আসলাম (৩৫) এবং সাহেবনগর এলাকার সোহান (৩৫)।

Share