Current Date:Oct 4, 2024

উত্তেজনা বাড়িয়ে আবারও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মহলকে আতঙ্কিত করে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে মুখিয়ে আছে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্করসব মহড়া, ছড়াচ্ছে উত্তেজনা। আর তারই জের ধরে দেশীয় প্রযুক্তিতে তৈরি পরমাণু অস্ত্র বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় দূর পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত। রবিবার সকালে ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে অগ্নি-৫ নামে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়।

এ ব্যাপারে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাডারের মাধ্যমে ক্ষেপণাস্ত্রের উড়ান পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করা হয়, দেখা হয় প্রতিটি যন্ত্রপাতি কীভাবে কাজ করছে। অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে তৈরি অগ্নি-৫ এই সিরিজের আধুনিকতম ক্ষেপণাস্ত্র।

জানা গেছে, ৫,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র লঞ্চ প্যাড ৪ থেকে উৎক্ষিপ্ত হয় মোবাইল লঞ্চারের মাধ্যমে। এ নিয়ে ষষ্ঠবার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষিপ্ত হল। অগ্নি-৫ সফলভাবেই তার পুরো পাল্লা পরিক্রমা করে।

 

Share