Current Date:Sep 28, 2024

একদিনেই গাজায় আহত ১০০০

আন্তর্জাতিক ডেস্ক : টিয়ার গ্যাস ও গুলির আঘাতে গত শুক্রবার গাজায় প্রায় ১ হাজার মানুষ আহত হয়েছে। প্রাণ হারিয়েছেন একজন।আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। শনিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম লস অ্যাঞ্জেলস টাইমস এ খবর প্রকাশ করেছে।

ফিলিস্তিনের বিক্ষোভকারী ‘সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢোকার চেষ্টা করলে’ বাধা দেয় ইসরায়েল ডিফেন্স ফোর্স। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গুলির সঙ্গেই ছররা গুলি, রাবার বুলেট, টিয়ার গ্যাসের শেল ছোড়ে ইসরায়েলের সেনা।

শুক্রবার ফিলিস্তিনের হাজার হাজার বিক্ষোভকারীরা সীমান্তে ইসরায়েলের পতাকা পুড়িয়ে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। ইসরায়েল ডিফেন্স ফোর্স দাবি করেছে, বিক্ষোভকারীরা দড়ি দিয়ে টেনে কাঁটাতার উপরে ফেলার চেষ্টা করেছে। পরিস্থিতি সামলাতেই গুলি চালাতে ‘বাধ্য’ হয়েছিল তারা।

Share