Current Date:May 6, 2025

এবার উপস্থাপক ইমরান

বিনোদন প্রতিবেদক : উপস্থাপক হিসেবে নিজের নাম লেখালেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল। তবে কোন টিভি অনুষ্ঠান দিয়ে নয়, শুরুটা হচ্ছে একটি রেডিও শো দিয়ে।

‘ইমরানস লাইভ’ নামের এই অনুষ্ঠানে গান আর আড্ডার পাশাপাশি থাকছে ‘মিট উইথ ইমরান’ নামের একটি সেগমেন্ট। যেখানে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হওয়া কুইজে অংশ নিয়ে বিজয়ী শ্রোতা পাবেন ইমরানের সঙ্গে সরাসরি অনএয়ারে আড্ডা দেওয়ার সুযোগ।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে থাকছেন রেডিও টুডের প্রধান প্রযোজক ফখরুল হক শাওন। সম্প্রতি রেডিও টুডে কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে ইমরানের একটি চুক্তি হয়।

জানা যায়, আগামী ৪ মে থেকে শুরু হওয়া অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ১১টা থেকে সরাসরি প্রচার হবে। অনুষ্ঠানটি একই সময়ে ফেসবুক লাইভেও দেখা যাবে।

Share