Current Date:Sep 30, 2024

এবার নারী যাত্রীর পা পিষে দিলো বাস

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মালিবাগ মোড়ে চলন্ত বাস থেকে নারী যাত্রীকে নামাতে গিয়ে তাঁর ডান পায়ের পাতার ওপর দিয়ে চলে গেছে একটি বাস। নিলুফা বেগম (৪০) নামে ওই নারীর পায়ের পাতা থেতলে গেছে এবং পাঁচটি আঙ্গুল ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা নিলুফাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, বাসচাপায় নিলুফার পাঁচটি আঙ্গুল ভেঙে থেতলে গেছে। এগুলো কেটে ফেলারও প্রয়োজন হতে পারে।

জানা গেছে, রাজধানীর আদাবরের ৬ নম্বর রোডের বাসিন্দা আজিজুল কাজীর স্ত্রী নিলুফা। তিনি একটি পোশাক কারখানার কর্মী।

প্রত্যক্ষদর্শী পথচারী জামশেদ আল মাইন বলেন, বিকেলে সাড়ে ৫টার দিকে মালিবাগ মোড়ে মতিঝিলের দিকে যাওয়া বনানী ট্রান্সপোর্ট লিমিটেডের (৬ নম্বর) একটি চলন্ত বাস থেকে নামতে গিয়ে পড়ে যান এই নারী। ওই বাসেরই পেছনের চাকায় তার ডান পায়ের পাতা চাপা পড়ে পিষ্ট হয়। তবে বাসটি না দাঁড়িয়ে চলে যায়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আসরাফ কবির বলেন, আহত নিলুফার ডান পায়ের পাতা পিষ্ট হয়েছে। এক্স-রে পরীক্ষা দেওয়া হয়েছে, ওই পায়ের আঙ্গুলগুলো কাটা পড়তে পারে। তবে এক্স-রে রিপোর্ট দেখেই সব বোঝা যাবে।

Share