Current Date:Apr 21, 2025

এরশাদ অসুস্থ, সিএমএইচে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে। বর্তমানের তিনি রাজধানীর সিএমএইচ হাসপাতালে ভর্তি আছেন।

আজ শনিবার দলটির সভাপতিমণ্ডলির এক সদস্য আমাদের সময়কে বলেন, ‘কিছুদিন আগে স্যারের একটা গুরুতর অপারেশন হয়েছে। সে সময় চিকিৎকরা বলেছিলেন চলফেরা কম করতে। কিন্তু তা না মেনে প্রায় প্রতি সপ্তাহেই তিনি রাজনৈতিক কর্মসূচি করায়, তার দুটি পা ফুলে গেছে। সে কারণে, গত ২৮ জুন তিনি সিএমএইচ হাসপাতালে ভর্তি হন।’ জাপার এই নেতা আরও জানান, উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুর যেতে পারেন।

Share