Current Date:May 7, 2025

কালীগঞ্জে বিল্লাল হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি

আদালত প্রতিবেদক : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফ বিলু হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর সোয়া ১২টায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূঁইয়া এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামি আদালত উপস্থিত ছিলেন। অন্যরা পলাতক রয়েছেন।

১৩ জনকে সাজার বিষয়টি নিশ্চিত করে গাজীপুর আদালতের অতিরিক্ত পিপি মো. মকবুল হোসেন কাজল বলেন, ১৯৯৫ সালে কালীগঞ্জে বিল্লাল ওরফ বিলুকে ডেকে নিয়ে হত্যা করে ওই ১৩ জন। এরপর এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা করা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ ১৩ জনের মৃত্যদণ্ড দেওয়া হলো।

Share