কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় এক রোহিঙ্গাকে প্রতিপক্ষের লোকজন হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উখিয়া থানার ওসি আবুল খায়ের জানান, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম (৩২) ওই ক্যাম্পের আব্দুর রহিমের ছেলে।
ওসি খায়ের বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন হাকিমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
“স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তবে হামলাকারীদের সঙ্গে হাকিমের কি নিয়ে বিরোধ ছিল তা নিশ্চিত করতে পারেননি ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।