Current Date:Apr 20, 2025

কে এই হামলাকারী?

নিউজ ডেস্ক : শনিবার সন্ধ্যায় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে মঞ্চে বসা অবস্থায় তার ওপর হামলা চালানো হয়।

বর্তমানে ড. জাফর ইকবাল সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হামলার সময় মোটর সাইকেলযোগে দুইজন ক্যাম্পাসের অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। একজন মুক্তমঞ্চে বসা অবস্থায় থাকা জাফর স্যারকে আঘাত করে। এসময় দ্রুত মোটরসাইকেল যোগে অন্য একজনকে ক্যাম্পাস ছেড়ে চলে যেতে দেখা যায়।

এদিকে অভিযুক্ত ছেলেটিকে শিক্ষার্থীরা বেধড়ক পিটুনি দেয়। বেধড়ক পিটুনীতে তার অবস্থাও আশঙ্কাজনক। তাকে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। তবে কে এই হামলাকারী? তা জানার চেষ্টা চলছে।

Share