Current Date:Apr 29, 2025

কড়াকড়ির মধ্যেও কোচিং সেন্টার খোলা

অনলাইন ডেস্ক : এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে পরীক্ষার সময় কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়ার পর ঢাকার অধিকাংশ কোচিং সেন্টার বন্ধ করা হয়েছে। তবে এত কড়াকড়ির মধ্যেও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় কোচিং সেন্টার চালু রয়েছে।

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত ২৯ মার্চ থেকে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। কাল সোমবার শুরু হয়ে এই পরীক্ষা শেষ হবে ১৪ মে। এই পরীক্ষায় ১০ বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন।

কোচিং বন্ধের বিষয়ে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বলেন, এরপরও কেউ কোচিং সেন্টার খোলা রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর ‘কোচিংয়ের হাট’ হিসেবে পরিচিত ফার্মগেট-সংলগ্ন গ্রিন রোডে গিয়ে দেখা যায়, ইউসিসি কোচিং সেন্টারের সামনে বন্ধের নোটিশ ঝুলছে। ভেতরে গেলে অভ্যর্থনা কক্ষের দায়িত্বরত এক নারী কর্মকর্তা বললেন, ১৪ মের পর আবার ক্লাস শুরু হবে। পাশে আইকন প্লাসও বন্ধ ছিল। ওই এলাকার ইউনিএইড (মনির, মল্লিক, জহির), প্যারাগন, ত্রি ডক্টরস, ম্যাবসসহ আরও কয়েকটি কোচিং সেন্টার বন্ধ ছিল। অন্যান্য সময় এই এলাকায় কোচিং করতে আসা শিক্ষার্থীদের ভিড় থাকলেও গতকাল শনিবার তা দেখা যায়নি।

পান্থপথ মোড় থেকে সায়েন্স ল্যাবের দিকে কয়েক গজ এগিয়ে হাতের ডানে সাইফুর’স কোচিং সেন্টারে গিয়ে দেখা যায়, সেন্টারটি খোলা। এখানে দুটি ভবনে তাদের কার্যক্রম চলছে। মন্ত্রণালয়ের নির্দেশের পরও চালু রাখার বিষয়ে জানতে চাইলে একজন কর্মকর্তা কোনো জবাব দেননি।

চট্টগ্রামে বেশির ভাগই খোলা
গতকাল বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত চট্টগ্রাম নগরের চকবাজার ও জিইসি মোড়ের ১২টি কোচিং সেন্টার ঘুরে ৯টি খোলা পাওয়া যায়। এর মধ্যে ১টিতে বন্ধের ঘোষণার নোটিশ দেওয়া হলেও ভেতরে চালু ছিল। জিইসি মোড়ের ও আর নিজাম রোড আবাসিক এলাকায় অবস্থিত কমার্স কেয়ার খোলা পাওয়া যায়। তবে ওই সময় ক্লাস ছিল না। পরিচালক নাহিয়ান বিন আরমান বলেন, সাড়ে ১২টা থেকে নবম শ্রেণির একটি ব্যাচের ক্লাস শুরু হবে।

পাশের আরেকটি ভবনে অবস্থিত বিটি কোচিং সেন্টারও খোলা পাওয়া যায়। কোচিং সেন্টারের নির্বাহী পরিচালক এস এম আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, অভিভাবকেরাই কোচিং চালুর জন্য তাঁদের চাপ দিচ্ছেন। তবে ২ এপ্রিল পরীক্ষা শুরুর দিন থেকে বন্ধ থাকবে।

ওই এলাকায় অবস্থিত সাইফুর’স, স্পিক ওয়েল ও প্রাইম কোচিং সেন্টারে ক্লাস চলতে দেখা যায়। চকবাজারের লালচান্দ সড়কে প্রবাহ কোচিং সেন্টারের মূল কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভেতরে একটি কক্ষে ছাত্ররা শিক্ষকের জন্য অপেক্ষা করছিল। পরিচালনা পর্ষদের সদস্য সুলতান আহমেদ বলেন, কোচিং সেন্টার বন্ধের বিষয়ে সরাসরি নির্দেশনা পাননি। চকবাজারের ক্যারিয়ার ক্যাডেট কোচিং সেন্টারে গিয়ে দেখা যায়, তিনটি কক্ষে ক্লাস চলছে।

অন্যান্য এলাকার চিত্র
কুমিল্লা নগরের পুলিশ লাইনস চৌমুহনীতে উদ্ভাস, বাদুরতলার ই হক কোচিং সেন্টার বন্ধ রয়েছে। তবে বাদুরতলার জুয়েল কোচিং, গুরুকুল কোচিং ও আদালত এলাকার গ্লোরি কোচিং সেন্টার বন্ধ থাকলেও এগুলোতে একাডেমিক কার্যক্রম ভেতরে-ভেতরে চালানো হচ্ছে। নগরের প্রাইমেট, রেটিনা, আইকন, আইকন প্লাস, পুলিশ লাইনস চৌমুহনীর চৌধুরী প্লাজার কনফিডেন্স কোচিং সেন্টার বন্ধ দেখা গেছে। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ নজরুল ইসলাম বলেন, গতকাল থেকে ভ্রাম্যমাণ আদালত অভিযান শুরু করেছেন।

বরিশালে বড় কোচিং সেন্টার বন্ধ রয়েছে। নগরের সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে আইকন, প্রাইমেট, মল্লিক রোডে ইউসিসি কোচিং, বগুড়া রোডে চৈতন্য স্কুলের সামনে শাহীন শিক্ষা পরিবার, বটতলা এলাকায় শাইনিং ক্যাডেট কোচিং, ব্রজমোহন কলেজের সামনে দীপশিখা কোচিং সেন্টার খোলা রয়েছে।

প্রাইমেট কোচিং সেন্টারে গিয়ে শিক্ষার্থীদের ক্লাস করতে দেখা গেছে। পরে প্রতিষ্ঠানের পরিচালক নাহিদ আল বাসার বলেন, গতকাল বিকেলে শিক্ষকদের সঙ্গে বৈঠক করে কোচিং বন্ধ করে দেওয়া হয়েছে।

সিলেটের কোচিংপাড়া হিসেবে খ্যাত লামাবাজার, আম্বরখানা, শিবগঞ্জ ও হাওয়াপাড়া এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব কোচিং সেন্টারের ফটকে তালা ঝুলছে।

বগুড়া শহরের ‘কোচিংয়ের হাট’ হিসেবে পরিচিত জলেশ্বরীতলা এলাকায় সরেজমিন ঘুরে দু-একটি বাদে সব কোচিং সেন্টার ও টিউটোরিয়াল হোমে শিক্ষার্থী পড়াতে দেখা গেছে।

ফরিদপুর শহরের করিম মিয়া সড়কে ম্যাবস কোচিং সেন্টারে এইচএসসি পরীক্ষার্থীদের কোচিং দেওয়া হয়। ওই কোচিং সেন্টারের পরিচালক আবুল বাসার বলেন, আজ ক্লাস করিয়ে কাল (রোববার) থেকে কোচিং সেন্টার বন্ধ করে দেবেন। শহরের অনাথের মোড় এলাকায় বেসিক অ্যাকাউন্টিং কেয়ার নামের কোচিং সেন্টারে গিয়ে দেখা গেল, সেখানে এইচএসসি পরীক্ষার্থীদের পাঠদান করা হচ্ছে। আড়াইটার দিকে শহরের ঝিলটুলী মহল্লার সোনালী ব্যাংকের কাছে আইডিয়াল কোচিং সেন্টারে স্কুলের শিক্ষার্থীদের কোচিং করাতে দেখা যায়।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) শামসুল আলম বলেন, নির্বাহী হাকিম পাঠিয়ে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহীর কাদিরগঞ্জ, ঘোষপাড়া ও রাজারহাতা এলাকায় গিয়ে কোচিং সেন্টার বন্ধ পাওয়া গেছে। দু-একটি কোচিং সেন্টার ব্যানার টাঙিয়ে বন্ধের ঘোষণা দিয়েছে। কাদিরগঞ্জ এলাকায় বেশ কয়েকটি ‘প্রাইভেট হোম’ খোলা দেখা গেছে।

রংপুর শহরের বিভিন্ন এলাকায় কোচিং সেন্টারগুলোতে শিক্ষাকার্যক্রম (ক্লাস) হতে দেখা যায়নি। ময়মনসিংহ শহরের বাউন্ডারি রোড ও নাহা রোডে কয়েকটি কোচিং সেন্টার গতকাল সকালে খোলা ছিল বলে ওই সব এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। অবশ্য গতকাল দুপুরে ওই দুটি সড়কে গিয়ে কোনো কোচিং সেন্টার খোলা পাওয়া যায়নি।

Share