নিউজ ডেস্ক:
হকি চ্যাম্পিয়নস ট্রফি লাইভ খেলা দেখার জন্যে দেশে প্রথমবারের মতো ই-টিকিট নিয়ে আসলো বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের মালিকানাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট। মাঠে বসে খেলা দেখার জন্যে ঘরে বসেই ম্যাচের টিকিট কাটতে পারবেন দর্শকরা।
ছয় দলের অংশগ্রহণে আগামী ২৮ অক্টোবর মাঠে গড়াবে দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্টের আসর ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি-২০২২’। এর আগে গত ৩০ সেপ্টেম্বর রাজধানীর বসুন্ধরা কনভেনশন উন্মোচিত হয় টুর্নামেন্টটির লোগো।
দেশের নামকরা ৬ কোম্পানি কিনে নিয়েছে দলগুলোর স্বত্ত্ব। যেখানে সাকিবরে মোর্নাক মার্ট ছাড়াও রয়েছে ওয়াল্টন, রুপায়ন গ্রুপ, একমি, সাইফ পাওয়ারটেক গ্রুপ এবং মেট্রো এক্সপ্রেস গ্রুপ।
মোনার্ক মার্টের হয়ে মাঠের খেলায় প্রতিনিধিত্ব করবে মোনার্ক পদ্মা। ঢাকার সঙ্গী ওয়াল্টন গ্রুপের মালিকানাধীন দলের নাম ওয়ালটন ঢাকা, কুমিল্লার সঙ্গী রুপায়ন গ্রুপের মালিকানাধীন দলের নাম রুপায়ন গ্রুপ কুমিল্লা, চট্টগ্রামের সঙ্গী একমি গ্রুপের মালিকানাধীন দলের নাম একমি চট্টগ্রাম, খুলনার সঙ্গী সাইফ পাওয়ারটেক গ্রুপের দলের নাম সাইফ পাওয়ারটেক গ্রুপ খুলনা আর বরিশালের সঙ্গী মেট্রো এক্সপ্রেস গ্রুপের দলের নাম মেট্রো এক্সপ্রেস গ্রুপ বরিশাল।