Current Date:Apr 21, 2025

গাজীপুরে জ্বলছে তুলার গুদাম, নিয়ন্ত্রণের চেষ্টা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের বাঘের বাজার এলাকায় মোশারফ কম্পোজিট কারখানার তুলার গুদামে আগুন লেগেছে।

গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, রাত সাড়ে ৩টার দিকে কারখানার একটি একতলা ভবনের তুলার বেল্টে আগুন লাগে। মুহুর্তে আগুন গোডাউনের সব জায়গায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টংগী, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশন থেকে সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।

অগ্নিকাণ্ডের ফলে গোডাউনের ভেতরে কয়েকশত তুলার বেল্ট, যন্ত্রপাতিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

Share