নিজস্ব প্রতিবেদক : গাজীপুর সিটি নির্বাচন স্থগিতাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি আগামীকাল বুধবার আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার দুপুরে শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আপিল আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান।
আদালতে আপিলকারী বিএনপি প্রার্থী মো. হাসান উদ্দিন সরকারের পক্ষে ছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং আওয়ামী লীগ প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের পক্ষে অংশ নেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম বাবুল।
আর রিটকারী শিমুলিয়া ইউনিয়নের এ বি এম আজহারুল ইসলাম সুরুজের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
গত রবিবার গাসিক নির্বাচন স্থগিতের নির্দেশ দেন হাইকোর্ট। সিটি করপোরেশনে সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজাকে অন্তর্ভুক্ত করার বৈধতা নিয়ে করা একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন তিন মাসের জন্য স্থগিতাদেশ দেন।
পরে সোমবার এ স্থগিতাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. হাসান উদ্দিন সরকার। তার মতো একই পথে হাঁটেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলমও।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি করপোরেশনে আগামী ১৫ মে নির্বাচন হওয়ার কথা। ইতোমধ্যে এই নির্বাচনের প্রচার জমেও উঠেছিল।