স্পোর্টস ডেস্ক: ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে অনেকবার সুযোগ পেয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পাননি নেইমার। গোলরক্ষক নাভাসকে একা পেয়েও নেইমারের শট চলে গোলবার ঘেঁষে।
তবে খালি হাতে ফেরেননি পিএসসজি সুপারস্টার নেইমার। গোল দেওয়ার জন্য বেছে নিলেন রেফারির দেওয়া অতিরিক্ত সময়কে। ঠিক অতিরিক্ত সমইয়ের সাত মিনিটের মাথায় কোস্টারিকার জালে বল জড়ালেন সেলেসাও প্রাণভোমরা। গোল দিয়ে মাঠেই মুখে হাত দিয়ে কাঁদতে থাকেন নেইমার।
এর আগে আরেকবার কাঁদতে দেখা গিয়েছিল নেইমারকে। ২০১৬ অলিম্পিকে ফাইনালে জার্মানির বিপক্ষে টাইব্রেকারে তার গোলের কারণেই জয় পায় ব্রাজিল। ওই গোলের পরও অঝোরে কেঁদেছেন তিনি। আজ শুক্রবার কোস্টারিকার বিপক্ষে আরেকবার নেইমারের কান্না দেখল বিশ্ববাসী।
পুরো ম্যাচে কোনো গোল না হলেও অতিরিক্ত সময়ের দুই গোলে জয় নিয়েই মাঠ ছাড়েন নেইমার-কৌতিনহোরা। সেন্ট পিটার্সবার্গে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচটি শুরু হয়।
https://youtu.be/-fWwdkQ0_YM