Current Date:May 7, 2025

জনতা ব্যাংকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২৬ মার্চ (মঙ্গলবার) জনতা ব্যাংক পিএলসি. এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী পালিত হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান এবং এমডি এন্ডসিইও মো. আব্দুল জব্বার ব্যাংকের প্রধান কার্যালয়ে সকালে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জনতা ভবন চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু

ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
ব্যাংকের কমিটি রুমে এমডি এন্ডসিইও মো. আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস. এম. মাহফুজুর রহমান প্রধান অতিথি এবং পরিচালক, কে. এম. সামছুলআলম, মো. আব্দুল মজিদ,মোহাম্মদ আসাদ উল্লাহও ডিএমডি মো. গোলাম মরতুজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সকলস্তরের নির্বাহী,কর্মকর্তা,কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

এর পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে ব্যাংকের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

Share