Current Date:May 2, 2025

জহিরুল ইসলাম চৌধুরী পপুলার লাইফ ইনস্যুরেন্স এর চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:

পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ২৬০ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি ১৯৮২ সালে ০৪ জুলাই চট্টগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি অস্ট্রেলিয়ার University of Canberra থেকে K Bachelor of Information Technology অর্জন করেন। ইতোপূর্বে তিনি পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর পরিচালক, অডিট কমিটি, দাবী কমিটি, রিয়েল এষ্টেট কমিটি ও ইনভেস্টমেন্ট কমিটির সদস্য ছিলেন। পিএইচপি স্পিনিং মিলস লিঃ, পিএইচপি ইস্পাত লিঃ, পিএইচপি কটন স্পিনিং মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও তিনি পিএইচপি কর্পোরেশন লিঃ, পিএইচপি কোল্ড রোলিং মিলস লিঃ, পিএইচপি লেটেক্স এন্ড রাবার প্রোডাক্টস লিঃ, পিএইচপি ওভারসিস লিঃ, পিএইচপি কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস লিঃ, পিএইচপি শীপ ব্রেকিং এন্ড রিসাইকিলিং ইন্ড্রাস্টিজ লিঃ, পিএইচপি ফিসারিজ লিঃ, পিএইচপি স্টক এন্ড সিকিউরিটিজ লিঃ, পিএইচপি পেট্রো রিফাইনারি লিঃ, পেলিকন প্রোপারটিস লিঃ, পিএইচপি পাওয়ার জেনারেশন প্লান্ট লিঃ, বে টারমিনাল এন্ড ডিসিট্রিবিউশন কোম্পানী লিঃ, পিএইচপি এনওএফ কন্টিনিউয়াস গ্যালভানাইজিং মিলস লিঃ, পিএইচপি ফ্লট গ্লাস ইন্ড্রাস্ট্রিজ লিঃ, ইনফরমেশন সাইন্স এন্ড টেকনোলোজি সলিউশন লিঃ, পিএইচপি পাওয়ার কোম্পানী লিঃ, পিএইচপি এগ্রো প্রোডাক্ট লিঃ, দিনা এন্ড কোল্ড স্টোরেজ লিঃ, পিএইচপি ডেনিম লিঃ ও পিএইচপি অটোমোইলস লিঃ এর পরিচালক হিসেবে নিয়োজিত রয়েছেন।

Share