Current Date:Apr 20, 2025

জাতি চিরদিন মনে রাখবে ফেরদৌসী প্রিয়ভাষিণীর অবদান

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধা-ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণীর মৃত্যুতে শোক ও গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, দেশ ও জাতি তার অবদান চিরদিন মনে রাখবে।

স্বাধীনতা পদকপ্রাপ্ত এ মুক্তিযোদ্ধার মৃত্যুতে এক শোকবার্তায় শেখ হাসিনা আমাদের মহান মুক্তিযুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণীর ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

প্রধানমন্ত্রী মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

Share