Current Date:May 11, 2025

জয়ের জন্য মাঠে নামবো

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিতে শনিবার দিবাগত রাত পৌনে দু’টায় দেশ ছাড়বে বাংলাদেশ নারী ক্রিকেট দল। স্বাভাবিক ভাবেই সিরিজটিতে স্বাগতিক প্রোটিয়ারাই এগিয়ে থাকবে। কন্ডিশনতো বটেই মাঠের রণকৌশলেও তারা লাল-সবুজের দলের চাইতে যোজন-যোজন এগিয়ে।

অতীত জয়ের রেকর্ডও তাদের পক্ষেই কথা বলছে। ওয়ানডেতে দুই দলের ১২ বারের মোকাবেলায় ১০ বারই জিতেছে দ. আফ্রিকা। টি-টোয়েন্টিতেও চিত্র অভিন্ন। ৬ ম্যাচের ১টিতে বাংলাদেশ ও বাকি ৫টিই নিজেদেরর করে নিয়েছে প্রোটিয়া নারী দল।

কিন্তু তারপরেও আসন্ন এই সিরিজটি জয়ে আশাবাদী বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও দেশ সেরা পেসার জাহানারা আলম। কিন্তু কীভাবে? দ. আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে সিরিজ জয়! সেতো চারটেখানি কথা নয়।

সিলেট সদ্য সমাপ্ত অনুশীলন ক্যাম্পটি খুবই ভালো গেছে। তাই তিনি এমন আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রায় দেড় বছর বিরতির পর রুমানা-জাহানারারা কোনো আন্তর্জাতিক সিরিজ খেলবেন। সবশেষ খেলেছিল গেল বছরের জানুয়ারিতে। সেখানেও প্রতিপক্ষ ছিল প্রোটিয়ারা। বাংলাদেশে এসে চার ম্যাচ সিরিজের ওয়ানডে সিরিজটি জিতে নিয়েছিলেন ৪-১।

এতো লম্বা বিরিত পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামাটা যে কোনো দলের জন্যই দুর্ভাগ্যের। তার ওপরে আবার বাংলাদেশের মতো দাপুটে দেশের ক্রিকেটের নারী দল বলে কথা। কিন্তু জাহনারার সঙ্গে আলাপচারিতায় মনে হলো বিষয়টিকে তিনি সেভাবে ভাবছেন না। বরং লম্বা সময়ের বিরতির জন্য দায়ী করছেন নিজেদেরই।

তার মতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ নারী দল ভালো খেলছে না বলেই আইসিসি’র র‌্যাংকিং ৮ এ আসতে পারছেন না। ফলে আইসিসি’র এফটিপি অনুযায়ী ম্যাচগুলো থেকে বঞ্চিত হচ্ছে। তাই বছরে নিয়মিত ম্যাচ পেতে নিজেদের বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসার কোনো বিকল্পই তার কাছে নেই।

Share