স্পোর্টস ডেস্ক: ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে জিম্বাবুয়ে সফরে আছে পাকিস্তান। এর আগে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান।
আজ শুক্রবার বুলাওয়েতে শুরু হয়েছে পাকিস্তান-জিম্বাবুয়ের ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে টস জিতে সফরকারী পাকিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্বাগতিক দলের অধিনায়ক হ্যামিলটন মাসাকাদজা।
পাকিস্তানি দুই ওপেনার প্রথমে ব্যাট করতে নেমেই চেপে ধরেন স্বাগতিক বোলারদের। ওপেনিং জুটি ভাঙতেই জিম্বাবুয়ে বোলারদের অপেক্ষা করতে হয় ২৪.২ ওভার পর্যন্ত।
ফখর জামান ৭০ বলে ৬০ রান করে বিদায় হলেও ১৩৪ বলে ১২৮ রানের ইনিংস খেলেন ইমাম উল হক।
মিডল অর্ডারে ব্যাট করতে আসা আসিফ আলির ২৫ বলে ৪৬ রানের ইনিংসে ৫০ ওভার শেষে ৭ উইকেটে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৩০৮ রান। জিম্বাবুয়ের হয়ে ২ উইকেট করে নেন টেন্ডাই চাতারা ও ডোনাল্ড ট্রিপানো।
সফরকারীদের দেয়া লক্ষ্য তাড়া করতে গিয়ে উইকেট দিয়ে আসার খেলায় মেতে ওঠে স্বাগতিক দল। মিডল অর্ডারে রায়ান মারির ৩২ রান ছাড়া আর কেউই ইনিংস লম্বা করতে পারেনি।
অলআউট হয়ে যায় মাত্র ৩৫ ওভারে ১০৭ রানে।
সাদাব খানের ৪ উইকেট আর উসমান খাজা ও ফাহিম আশরাফ নেন ২ উইকেট করে। ২০১ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারী পাকিস্তান।
ম্যাচ সেরার পুরস্কার ওঠে ইমাম উল হকের হাতে।