Current Date:Apr 24, 2025

টাইগারদের জয়ে যা বললেন বুবলী

বিনোদন ডেস্ক : মাহমুদুল্লাহ’র ব্যাটিং নৈপুণ্যে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এর ফলে নিদাহাস ট্রফির ফাইনালে জায়গা হয়েছে টাইগারদের। আর এই জয়ে আনন্দে ভাসছে গোটা বাংলাদেশ। তরুণ-তরুণী, ছেলে-বুড়ো, শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষই উৎসবে শামিল হন।

এই জয় উদযাপনে পিছিয়ে নেই ঢালিউড তারকারাও। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ দলকে অভিনন্দন জোয়ারে ভাসিয়ে চলেছেন।

হালের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী টাইগারদের অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘আই লাভ ইউইউইউইউইউইউ বাংলাদেশ ক্রিকেট টিম!!! হোয়াট এ গেম!! ইটস এ ফেমাস ভিক্টরি ইভার!!

Share