Current Date:Oct 13, 2024

টাইগারের মতোই জয়ে ফিরল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: শুরুটা ভালো হয়নি। তবে শেষটা ভাল হয়েছে। কথায় আছে না, ‘শেষ ভালো যার সব ভালো তার’। টাইগাররাও তাই করেছেন। টেস্ট সিরিজে ভরাডুবির পর কাগুজে বাঘ উপাধি পেলেও ওয়ানডেতে সত্যিকারের বাঘের মতোই জয়ের বৃত্তে ফিরেছেন।

গায়নায় তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগে দুর্দান্ত পারফরম্যান্স করেই উইন্ডিজদের বিপক্ষে জয় তুলে নেয় টাইগাররা। ২৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ নয় উইকেট হারিয়ে ২৩১ রান করতে সক্ষম হয়। বাংলাদেহস জয় পায় ৪৮ রানে।

ব্যাটিংয়ে কাজটা সেরে রেখেছিলেন সাকিব-তামিম-মুশফিক। বোলাররাও ঠিক-ঠাক দায়িত্ব পালন করেছেন। ৬ মাস পর ওয়ানডে খেলতে নেমে ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক’ মাশরাফি তুলে নেন চার উইকেট। ১০ ওভার বল করে মাত্র ৩৭ রান দেন টাইগারদের দলনেতা। ইনজুরি থেকে ফিরে দ্য ফিজকেও দেখা গেছে সহজাত ভূমিকায়। ফিজের বলে দুই উইন্ডিজ ব্যাটসম্যান আউট হয়ে সাজঘরে ফিরে যান। মেহেদি মিরাজ ও রুবেল হোসেন নেন একটি করে উইকেট।

ব্যাটিংয়ে জ্বলে উঠলেও বোলিংয়ে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের বোলারদের মধ্যে বেশি রান দিয়েছেন তিনি। সাকিবের ৭ ওভারে ক্যারিবিয়রা তুলে নেয় ৪৩ রান। এ ছাড়া মোসাদ্দেক ছিলেন উইকেট শূন্য।

উইন্ডিজদের হয়ে লড়াই করেছিলেন হ্যাটমায়ার-গেইল। হ্যাটমায়ার ৫২ রান করতে পারলেও ক্রিস গেইল ৪০ রান করে রান আউটের শিকার হন। তবে শেষ দিকে বিশু-জোসেপের ব্যাটিং টাইগারদের জয়ের পথে হুমকি হয়ে দাঁড়ান। কিন্ত শেষ পর্যন্ত জয় নিয়ে ফিরতে পারেননি।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মাশরাফি। দলীয় এক রানের মাথায় বিজয় ফিরে গেলেও ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেন সাকিব-তামিম। এ দুজনের রেকর্ড জুটিতেই আসে ২০৭ রান। তামিম ১৪৬ বলে ১৩০ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। তবে মাত্র তিন রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন সাকিব আল হাসান। ৯৭ রানের মাথায় আউট হয়ে ফিরে যান সাজঘরে।

সাকিবের পর মাঠে আসেন সাব্বির রহমান। তবে তিনি নামের পাশে সুবিচার করতে পারেননি। মাত্র তিন রান করে আউট হয়ে ফিরে যান সাব্বির। তবে হার্ডহিটার তকমা পাওয়া সাব্বির কিছু করতে না পারলেও পেরেছেন মুশফিক। ১১ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংসে ২৭৯ রান করতে সক্ষম হয় টাইগাররা।

Share