বরিশাল প্রতিনিধি : বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে দুই দিন আগে ট্রলার ডুবে নিহত ছয়জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বরিশাল নৌপুলিশের ওসি বেলাল হোসেন জানান, শুক্রবার বেলা ১টার দিকে নদীর চরমোনাই এলাকায় লাশগুলো ভেসে ওঠে।
যাদের লাশ পাওয়া গেছে, তাদের মধ্যে একটি শিশু রয়েছে। বাকি সবাই প্রাপ্তবয়স্ক পুরুষ।
নিহতদের পরিবারের বরাতে ওসি বেলাল বলেন, বুধবার দুপুরে একটি ট্রলারে করে ২০ যাত্রী বরিশালের চরবাড়িয়া থেকে চরমোনাইয়ের মাহফিলে যাচ্ছিলেন। কেন বা কিভাবে ট্রলারটি ডুবে যায় সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
নিহতরা হলেন – গাজীপুর পৌরসভার আমানউল্লাহ দেওয়ানের ছেলে শাহ আলী (২৮), ভবানীপুরের জাকির হোসেন দিলদার (৩০), আবদুল মালেকের ছেলে ইফতেখার (৯), মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাচনখোলা এলাকার বাদশা ঢালী (৬৫), ময়মনসিংহের মকবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও লক্ষ্মীপুরের হেদায়েত হোসেনের ছেলে আবদুল কুদ্দুস (২৪)।
সেদিন ডুবে যাওয়া ট্রলারের যাত্রীদের মধ্যে একজনের নিখোঁজ থাকার কথা বলেছিলেন বাউনিয়া থানার এসআই সেলিম রেজা।
তবে পুলিশ তার পরিচয় বলতে পারেনি। ট্রলারের অন্য যাত্রীদের সম্পর্কেও পুলিশ কিছু বলতে পারেনি।
ওসি বেলাল বলেন, পুলিশ ঘটনা তদন্ত করছে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান স্থগিত করা হলেও শনিবার সকালে আবার শুরু হবে।