Current Date:Sep 25, 2024

ট্রাম্পের প্রধান আইনজীবীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগ নিয়ে কাজ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনি দলের প্রধান কর্মকর্তা জন ডাউড পদত্যাগ করেছেন।

মার্কিন মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, ডাউড অভিযোগ করেছেন যে ট্রাম্প দিন দিন তার দেয়া উপদেশ উপেক্ষার মাত্রা বাড়িয়েছেন। ফলে তার পক্ষে দায়িত্ব পালন করা অনেক কঠিন হয়ে গেছে।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডাউড বলেন, ‘আমি প্রেসিডেন্টকে ভালোবাসি এবং তাকে শুভকামনা জানাই।’

বিবৃতিতে ডাউড আরো বলেন, ‘এই তদন্ত শেষ হওয়া উচিত। আর এটা প্রেসিডেন্টের নয়, আমার নিজস্ব বক্তব্য।’

নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত করা হোয়াইট হাউসের বিশেষ পরামর্শক রবার্ট মুলারের দলের জিজ্ঞাসাবাদের জন্য ট্রাম্প তাদের মুখোমুখি হবেন কি না সেই নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলো প্রেসিডেন্টপন্থি আইনজীবীরা।

ধারণা করা হচ্ছে, ট্রাম্প বিশ্বাস করতে শুরু করেছেন মুলারকে মোকাবেলা করার মতো সক্ষমতা ডাউডের নেই। তবে তার পদত্যাগের পর এই দলের নেতৃত্ব কে দেবেন সেই বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।-বিবিসি

Share