Current Date:Apr 29, 2025

ঢামেকে আহতদের খোঁজ নিলেন ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনে আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং আহতদের খোঁজ নেন।

অধ্যাপক আখতারুজ্জামান বলেন, আমি চিকিৎসকদের ভালোভাবে চিকিৎসা দিতে বলেছি। তারাও চিকিৎসা নিয়ে সন্তুষ্ট।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী, সহকারী প্রক্টর মো. আবদুর রহিম।

Share