Current Date:Oct 8, 2024

তুরস্কে নির্বাচনের আগে ১৬ জঙ্গি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক দুদিন আগে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’ র ১৬ জন সদস্যকে গ্রেপ্তার করেছেন পুলিশ। গতকাল শুক্রবার গুরপিনার জেলা থেকে এক জঙ্গি বিরোধী অভিযানে তাদের আটক করা হয়।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন জঙ্গিরা আসন্ন জাতীয় নির্বাচনে হামলার পরিকল্পনা করছিল। অভিযানে সন্ত্রাসী সংগঠনের প্রচারে ব্যবহৃত ডিজিটাল সামগ্রীও উদ্ধার করা হয়।

২০১৫ সালে তুরস্ক,যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ‘পিকেকে’ জঙ্গি গোষ্ঠীকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। এখন পর্যন্ত এ সংগঠনের হামলায় এক হাজারের বেশি তুর্কি নিরাপত্তা কর্মী ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
আগামীকাল রোববার তুরস্কের জনগণ প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে।

Share