Current Date:Apr 30, 2025

দেশে ফিরতে চান শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক : দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন মডেল-অভিনেত্রী শ্রাবন্তী। কিন্তু এখন আর সেখানে ভালো লাগছে না বলে জানিয়েছেন তিনি।

অস্থির সময় পার করছেন বলে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন। লিখেছেন, ‘হায় রে শখের আমেরিকা! শুধু বাচ্চাদের জন্য এখানে, কিন্তু মনটা বাংলাদেশে। বাচ্চাদের এখানে সুন্দর ভবিষ্যৎ, তবু নিজের দেশের শান্তি আলাদা। ওরা যেতে চায় না। বুঝিয়ে বললাম, তা-ও কাজে দিল বলে মনে হলো না।

তিনি বলেন, ওদের কারণে এখনো এখানে আছি। তবে মনকে বোঝাতে না পারলে আমি পালাব। কথাগুলো শেয়ার করলাম, কারণ আমি শান্তি পাচ্ছি না। বাচ্চারা চায় ইউএসএ আর ওদের মা-বাবা চায় বাংলাদেশ। বড়ই কঠিন সিদ্ধান্ত। ’

Share