Current Date:Sep 30, 2024

দেশে যাতে খাদ্য সংকট তৈরি না হয় : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : যেকোনো প্রাকৃতিক দুর্যোগে দেশে যাতে খাদ্য সংকট তৈরি না হয়, সে জন্য ঘরে ঘরে আপৎকালীন খাদ্যের মজুদ গড়তে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে যেন খাদ্য মজুদটা নিশ্চিত থাকে, যাতে কোনো মতেই কখনো আমরা খাদ্য ঘাটতিতে না পড়ি।’

গতকাল রবিবার প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পারিবারিক সাইলো বিতরণ কর্মসূচি উদ্বোধনকালে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, আমি মনে করি যুগান্তকারী উদ্যোগ। কারণ প্রতিটি পরিবার যেন একটা আপৎকালীন মজুদ রাখতে পারে সেই ব্যবস্থাটা নেওয়া উচিত।’

খাদ্য মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন আধুনিক খাদ্য সংরক্ষণাগার প্রকল্পের আওতায় দেশের দুর্যোগপ্রবণ ১৯ জেলার ৬৩ উপজেলায় পাঁচ লাখ পরিবারের মধ্যে পাঁচ লাখ পারিবারিক সাইলো দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে ঝালকাঠির তিনটি পরিবারের মাধ্যমে সাইলো বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে জানানো হয়, ৫৬ কেজি চাল ধারণক্ষমতার পারিবারিক এ সাইলোর নির্মাণমূল্য এক হাজার ৩৭৭ টাকা হলেও এটি বিতরণ করা হচ্ছে ৮০ টাকা মূল্যে। বাতাস ও পানিরোধক হওয়ায় দুর্যোগের সময় এই সাইলোর মধ্যে শুকনো খাবার রাখলেও তা নষ্ট হবে না। এ ছাড়া এতে বীজও সংরক্ষণ করা যাবে।

সাইলো উদ্বোধন করতে গিয়ে শেখ হাসিনা একসময় দেশের অনাহারে-অর্ধাহারে থাকা মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। তবে সেই অবস্থা কাটিয়ে তাঁর নেতৃত্বাধীন প্রথম সরকারের (১৯৯৬-২০০১) সময় দেশকে ‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণ’ করার কথাও তুলে ধরেন। তিনি সারের দাম কমানো ও ভর্তুকি দেওয়া, কৃষকদের ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দেওয়া, কৃষি উপকরণ কার্ড বিতরণসহ তাঁর সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। দেশের দক্ষিণাঞ্চলকে খাদ্য উৎপাদনপ্রধান অঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগের সঙ্গে ওই সব অঞ্চলে আধুনিক চালকলসহ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার ওপরও জোর দেন তিনি।

শিক্ষিতদের কৃষিকাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষিকাজটাকে যান্ত্রিকীকরণ করতে হবে। যেহেতু আমরা এখন শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছি।’ তিনি বলেন, ‘শিক্ষিত হয়ে গেলেই তো আবার অনেকে ক্ষেতে নামতে চায় না। এ জন্য ধান কাটার মৌসুমে সব শিক্ষাপ্রতিষ্ঠানের, বিশেষ করে কলেজের ছেলেদের অন্তত ক্ষেতের সঙ্গে পরিচয় করাতে ক্ষেতে নামানো যায় কি না সে বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।’

সরকারপ্রধান বলেন, ‘কেউ যেন কৃষিকাজে বিমুখ না হয়। আর শিক্ষিত হয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারা আরো ভালোভাবে কৃষিকাজ করতে পারে, মা-বাবাকে সাহায্য করতে পারে। সেভাবে তাদের মানসিকতাটাকে গড়ে তুলতে হবে। সেটাও আমাদের শিক্ষার সঙ্গে থাকা উচিত।’

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খাদ্য মন্ত্রণালয়ের সচিব সাহাবুদ্দিন আহমেদ অনুষ্ঠানে ভিডিও চিত্রের মাধ্যমে পারিবারিক সাইলোর বিভিন্ন ব্যাবহারিক দিক তুলে ধরেন।

বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি থেকে মিয়ানমারকে শিক্ষা নেওয়ার পরামর্শ : ধর্মীয় সম্প্রীতি কিভাবে রক্ষা করে রাষ্ট্র চালাতে হয়, সে বিষয়ে বাংলাদেশের কাছে মিয়ানমারের শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গতকাল বিকেলে গণভবনে বৌদ্ধ ধর্মের নেতা ও প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, ‘আপনারা দেখেন মিয়ানমারে কিভাবে রোহিঙ্গাদের ওপর অত্যাচার করা হয়েছে, অমানবিক অত্যাচার।’ সম্পূর্ণ মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেশী হিসেবে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ কোনো ধরনের দ্বন্দ্বে যায়নি। তিনি বলেন, ‘আমরা এই সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের জন্য আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং বিশ্বের সব দেশ এ ব্যাপারে সাধুবাদ জানাচ্ছে।’

ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং, বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভুবন বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বৌদ্ধ সংঘ নাঠক শুদ্ধানন্দ মহাথেরো, উসংঘ রাজ সত্যপ্রিয় মহাথেরো, স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব উত্তম কুমার বড়ুয়া, ইউরোপিয়ান স্কুল অব ল ইন লন্ডনের ডিন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণ বড়ুয়া অনুষ্ঠানে বক্তব্য দেন। সূত্র : বাসস।

Share